আজ সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা
প্রকাশ :
16px
আজ ৪ নভেম্বর সোমবার সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা হওয়ার কথা রয়েছে। গত ৩০ অক্টোবর এই ডাকেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। গত ১১ আগস্ট প্রধান বিচারপতি হিসেবে শপথ নেওয়ার পর এটিই প্রধান বিচারপতির ফুলকোর্ট সভা বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
ফুলকোর্ট সভা অনুষ্ঠান সংক্রান্ত সুপ্রিম কোর্টের জারি করা এক নথিতে গত ৩০ অক্টোবর বলা হয়, ৪ নভেম্বর বিকাল ৩টা ৩০ মিনিটে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে প্রশাসন ভবন-৪ এর দোতলায় অবস্থিত কনফারেন্স রুমে ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে।