15 February 2025, 03:38:58 AM, অনলাইন সংস্করণ

বিজয় দিবসে নারায়ণগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

বিজয় দিবসে নারায়ণগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প
16px

নারায়ণগঞ্জে মহান বিজয় দিবসে বীর শহীদদের স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ১০ হাজার মানুষের চিকিৎসা সেবা দেয়া হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে বিকেল পর্যন্ত শহরের মাসদাইর এলাকার আদর্শ স্কুলে এই ক্যাম্পের আয়োজন করা হয়।

মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডা. নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ বাশার ও জেলা সিভিল সার্জন ডা. আ. ফ. ম মুশিউর রহমান।

ইয়ুথ ফোরাম অব নারায়ণগঞ্জের সার্বিক ব্যবস্থাপনায় এই ক্যাম্পের আয়োজক ছিল নারায়ণগঞ্জ ন্যাশনাল ডক্টরস ফোরাম, নারায়ণগঞ্জ আন-নূর সোসাইটি ও ইসলামিক সোসাইটি অব নারায়ণগঞ্জ।

মেডিকেল ক্যাম্পে মেডিসিন, ডেন্টাল, কার্ডিওলজি, নাক, কান ও গলা বিভাগ, চক্ষু , সার্জারি, শিশু, চর্ম ও যৌন রোগ, গাইনি, বক্ষব্যাধি ও অর্থোপেডিক বিভাগসহ অন্যান্য বিভাগের চিকিৎসা দেয়া হয়।

এ বিষয়ে ইয়ুথ ফোরাম অব নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মো. জামাল হোসাইন বলেন, 'অসহায় বঞ্চিত মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আমরা প্রায় ১৭ টি বিভাগে ৮০ জন চিকিৎসকের তত্ত্বাবধানে এই চিকিৎসা সেবার আয়োজন করেছি।'

নারায়ণগঞ্জ ন্যাশনাল ডক্টরস ফোরামের সভাপতি ডা. মোহাম্মদ আলী আশরাফ খান বলেন, 'আমরা মানুষকে সেবা দিতে চাই। আমরা সে লক্ষ্যে এই চিকিৎসাসেবা কার্যক্রম করে যাচ্ছি। এই কার্যক্রম চলমান থাকবে।'

  • সর্বশেষ - সারাদেশ