দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা
প্রকাশ :

সুইজারল্যান্ডে চারদিনের সফর শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার তাকে বহনকারী ফ্লাইটটি দুবাই হয়ে বিকেল ৫টা ৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার।
এর আগে, সুইজারল্যান্ডের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সভায় যোগ দিতে গত সোমবার (২০ জানুয়ারি) দিবাগত রাতে ঢাকা ছাড়েন প্রধান উপদেষ্টা। মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে প্রধান উপদেষ্টা জুরিক বিমানবন্দরে পৌঁছান। সুইজারল্যান্ডে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারিক মোহাম্মদ আরিফুল ইসলাম তাকে স্বাগত জানান। সুইজারল্যান্ড সফরকালে তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানসহ গুরত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে প্রায় অর্ধশত বৈঠকে অংশ নেন।

ভালুকা আসনের এমপি কাজিম উদ্দিন আহম্মেদ ধনুকে ঘিরে বিশেষ মহলের অপপ্রচার ও গভীর ষড়যন্ত্র

প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নে করোনা যুদ্ধে অগ্রণী ভূমিকায় মসিকের মানবিক মেয়র টিটু

ময়মনসিংহে অসহায় ও এতিমদের খাদ্যপণ্য দিয়ে বিরল দৃষ্টান্ত সৃষ্টি করছেন পুলিশ সুপার আহমার
