26 March 2025, 11:11:50 PM, অনলাইন সংস্করণ

শবে বরাত কবে জানা যাবে বৃহস্পতিবার

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

শবে বরাত কবে জানা যাবে বৃহস্পতিবার
16px

পবিত্র শবে বরাত কবে হবে তা জানা যাবে আগামী কাল বৃহস্পতিবার। ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, পবিত্র শবে বরাতের তারিখ নির্ধারণে আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। বুধবার (২৯ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের ১৪৪৬ হিজরি সনের পবিত্র শবে বরাতের তারিখ নির্ধারণ এবং পবিত্র শাবান মাসের চাঁদ দেখার লক্ষ্যে আগামীকাল ৩০ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ৫.৪৫টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হলো। টেলিফোন নম্বর​: ​০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭।

ফ্যাক্স নম্বর​: ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।

  • সর্বশেষ - সারাদেশ