26 March 2025, 11:09:12 PM, অনলাইন সংস্করণ

গাজীপুরে কারখানায় আগুন

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

গাজীপুরে কারখানায় আগুন
16px

গাজীপুরে একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের কর্মীরা চেষ্টা করে বিকেল সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে সদর উপজেলার মনিপুর এলাকায় ওই কারখানায় আগুনের ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, সদর উপজেলার মনিপুর এলাকার কারখানায় রোটর মেশিনে আগুন দেখে শ্রমিকরা নিজেই আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার স্টেশনের ২টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

আগুনের তীব্রতা বাড়তে থাকলে জয়দেবপুরের আরো ৩টি ইউনিটের কর্মীরা যোগ দিয়ে বিকেল সাড়ে ৩টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে। তদন্তের পর আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। এঘটনায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

  • সর্বশেষ - মহানগর