খাগড়াছড়িতে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
প্রকাশ :

16px
খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের বিজ্ঞান বিষয়ক সম্পাদক সাবেক জেলা পরিষদ সদস্য খোকনেশ্বর ত্রিপুরাকে পুলিশ গ্রেফতার করেছে। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে একটি পুলিশের টিম সোমবার রাত নয়টার দিকে গাউছিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। সোমবার রাত ৯টার দিকে গাউছিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।