সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
প্রকাশ :

16px
সমসাময়িক বিষয়াবলী নিয়ে সংবাদ সম্মেলন নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ শুক্রবার বিকেলে জরুরি সংবাদ সম্মেলন করবে তারা। এক বিবৃতিতে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত বলেছেন, শুক্রবার বিকেল ৪টা ৩০ মিনিটে রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারে (লিফট-১৫) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এদিকে আজ সংবাদ সম্মেলন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলও। ছাত্রদলের এক বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার বিকেলে ৩টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয়তলার কনফারেন্সরুমে সংবাদ সম্মেলন করবে তারা। এতে সমসাময়িক বিষয়াবলী নিয়ে কথা বলবে ছাত্রদল।