26 March 2025, 11:22:29 PM, অনলাইন সংস্করণ

সালমান ও তার স্ত্রী-সন্তানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

সালমান ও তার স্ত্রী-সন্তানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
16px

পতিত স্বৈরাচার শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, তার স্ত্রী সৈয়দা রুবাবা রহমান, ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান, ভাই আহমেদ সোহাইল ফসিহুর রহমান ও আহমেদ সোহাইলের ছেলে আহমেদ শাহরিয়ার রহমানের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত। সাংবাদিকদের এ তথ্য জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

তিনি বলেন, দুদকের পক্ষ থেকে সালমান এফ রহমানসহ পাঁচজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়। আবেদনটি মঞ্জুর করেছেন আদালত। তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন মামলার অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন।

আবেদনে বলা হয়, সালমান এফ রহমান ও অন্যান্যদের বিরুদ্ধে শেয়ার বাজার জালিয়াতি, বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ৩৬ হাজার কোটি টাকা ঋণ গ্রহণ করে আত্মসাৎসহ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগের অনুসন্ধান চলছে। এ অবস্থায় সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা একান্ত আবশ্যক।

  • সর্বশেষ - আলোচিত খবর