26 March 2025, 11:59:06 PM, অনলাইন সংস্করণ

হ্যারি পটারের অভিনেতা সাইমন ফিশারের মৃত্যু

  বিনোদন ডেস্ক

  প্রকাশ : 

হ্যারি পটারের অভিনেতা সাইমন ফিশারের মৃত্যু
16px

‘হ্যারি পটার’ খ্যাত অভিনেতা সাইমন ফিশার বেকার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। গতকাল রবিবার এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ম্যানেজার। খবর মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের।

বিবৃতিতে সাইমন ফিশারের ম্যানেজার জানান, ১৫ বছরের বন্ধুত্ব আমাদের। খুব কাছের একজনকে হারালাম। হগওয়ার্টসের অন্দরে ভূতের ভূমিকায় ‘হ্যারি পটার’-এ দেখা গিয়েছিল সাইমন ফিশারকে। ‘হ্যারি পটার’ ছাড়াও, সাইমন ‘ডক্টর হু’ নামে একটি জনপ্রিয় সিরিজে অভিনয় করেছেন। সাইমন ফিশার ছিলেন একজন ব্রিটিশ অভিনেতা। তিনি বেশ কয়েকটি হিট টেলিভিশন ধারাবাহিকেও অভিনয় করেছেন। কমেডি চরিত্রের জন্যও দর্শকদের মাঝে পরিচিত ছিলেন তিনি।

বিবিসির ‘পাপি লাভ’ সিরিজে টনি ফাজাকার্লির চরিত্রে অভিনয়ের জন্যও বেশ প্রশংসিত হয়েছিলেন এ অভিনেতা। টেলিভিশন এবং চলচ্চিত্রের বাইরেও সাইমন ফিশারের অডিও ইন্ডাস্ট্রিতেও অনেক অবদান রয়েছে। তিনি 'ডক্টর হু: দ্য কার্স অফ স্লিপি হলো’তে ফাদার হার্ডউডের চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন, যা অনুরাগীদের মন জয় করেছিল।

  • সর্বশেষ - বিনোদন