2024-05-04 02:26:20 pm

শেরপুরে আরও ১৫ জনের করোনা শনাক্ত

www.focusbd24.com

শেরপুরে আরও ১৫ জনের করোনা শনাক্ত

১০ জুন ২০২০, ১১:১৫ মিঃ

শেরপুরে আরও ১৫ জনের করোনা শনাক্ত

প্রতীকী ছবি


শেরপুরে গত চব্বিশ ঘন্টায় আরও ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় নয়জন, নকলা উপজেলায় পাঁচজন ও নালিতাবাড়ী উপজেলায় একজনের দেহে  করোনা পজিটিভ শনাক্ত হয়।


মঙ্গলবার ময়মনসিংহ মেডিকেল কলেজের করোনা ল্যাবে জেলার ৮১টি নমুনা পরীক্ষায় ওই ১৫ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এর আগে মঙ্গলবার সাতজনের কোভিড ১৯ পজিটিভ হয়। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত মোট ১৪২ জনের করোনা শনাক্ত হলো।


জেলার সিভিল সার্জন ডা. আবুল কাশেম মো. আনোয়ারুর রউফ মঙ্গলবার রাতে এসব তথ্য জানান।


তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে জেলা শহরের বাগরাকসা মহল্লার একই পরিবারের পাঁচজন, নবীনগর এলাকার বাসিন্দা খাদ্য বিভাগের এক নারী কর্মকর্তা ও নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য বিভাগের এক পরিসংখ্যানবিদ রয়েছেন।


অন্যদিকে বুধবার পর্যন্ত জেলায় করোনা আক্রান্তদের মধ্যে ৭২ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন দুইজন। আক্রান্তের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি হাসপাতাল ও বাড়ীতে চিকিৎসা নেওয়া রোগীরা দ্রুত সুস্থ হওয়ায় স্বাস্থ্য দপ্তরের পাশাপাশি সাধারন মানুষের মধ্যে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে।


সিভিল সার্জন ডা. আবুল কাশেম মো. আনোয়ারুর রউফ বলেন, ১৫ দিন আগেও আমরা একটি স্বস্তিদায়ক অবস্থানে ছিলাম। কিন্তু জেলার বিভিন্ন এলাকায় মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। অফিস, রাস্তাঘাট, সব্জি ও মাছ মাছের বাজারে ভিড়। বহু মানুষের মুখে মাস্ক দেখা যায় না। স্বাস্থ্যবিধি না মানায় আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে।


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :