2024-05-03 08:39:14 pm

ঘুড়ি উড়াতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

www.focusbd24.com

ঘুড়ি উড়াতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

১৪ জুন ২০২০, ২০:৩২ মিঃ

ঘুড়ি উড়াতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

 ফাইল ছবি

নেত্রকোনার মদন উপজেলায় ঘুড়ি উড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়সাল (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (১৪ জুন) সকালে উপজেলার মদন ইউনিয়নের কাপাসাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত ফয়সাল মদন উপজেলার কাপাসাটিয়া গ্রামের খোকন মিয়ার ছেলে ও মদন আদর্শ পাবলিক উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রণির ছাত্র।


স্থানীয় সূত্রে জানা যায়, করোনার কারণে স্কুল বন্ধ থাকায় গ্রামের কিশোররা ঘুড়ি উড়ানোয় মেতে উঠেছে। ফয়সালও ঘুড়ি উড়াতে বাড়ির সামনে যায়। পরে তার ঘুড়িটি রেইনট্রি গাছের সঙ্গে আটকে যায়। ওই গাছের পাশ দিয়েই বিদ্যুতের লাইন রয়েছে। ঘুড়ি নামানোর জন্য ফয়সাল গাছে উঠলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছ থেকে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা ফয়সালকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. শান্তনু শাহা তাকে মৃত ঘোষণা করেন।


মদন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রমিজুল হক জানান, বিদ্যুৎস্পৃষ্টে ফয়সালের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :