2024-05-06 12:22:54 pm

মারুফ কবিরের গুচ্ছ কবিতা

www.focusbd24.com

মারুফ কবিরের গুচ্ছ কবিতা

২২ জুন ২০২০, ২২:৪২ মিঃ

মারুফ কবিরের গুচ্ছ কবিতা

ছবির মতন জীবন

সাজানো বাগানের চাইতে এলেমেলো অরণ্য অনেক ভালো,
কামনা করিনি কখনো, জীবন থাকুক জ্যামিতির মতন গোছানো।
বুনোফুলের গন্ধে হয়েছি মাতাল,
জ্যোৎস্না করেছে আমায় উথাল-পাথাল,
অরণ্যের বৃক্ষগুলো ছুঁয়েছি যখন; গাণিতিক হারে বেড়েছে প্রেম তখন।
ত্রিকোণমিতির মতন খেলেছি এলোমেলো করে জীবন,
কিন্তু ঘুরেফিরে সবাই চেয়েছে, আমাকে সাজিয়ে রাখতে জীবন ছবির মতন;
পূর্ণিমাকে বাক্সবন্দি করে, স্ফটিকের ফুলদানিতে গন্ধহীন বিদেশি ফুল সাজিয়ে।

****

সূর্য

তোমাদের এই শহরে-
এমন করে সূর্য ডোবে?
আমি ভাবি আমার যেন
মনের মাঝেই সূর্য থাকে!


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :