2024-05-11 12:29:22 am

দেওয়ানগঞ্জে যমুনার পানি বিপৎসীমার ৮৪ সেমি উপরে

www.focusbd24.com

দেওয়ানগঞ্জে যমুনার পানি বিপৎসীমার ৮৪ সেমি উপরে

৩০ জুন ২০২০, ০০:০৭ মিঃ

দেওয়ানগঞ্জে যমুনার পানি বিপৎসীমার ৮৪ সেমি উপরে

জামালপুরের দেওয়ানগঞ্জে সার্বিক বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। সোমবার দুপুরে দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ঘাট পয়েন্টের যমুনার পানি ২৪ ঘণ্টায় ২৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে ৮৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানান স্থানীয় পানি উন্নয়ন বোর্ড।

পৌর এলাকাসহ ৮টি ইউনিয়নে অর্ধ লক্ষাধিক মানুষ পানি বন্দী হয়ে পড়েছেন। দেওয়ানগঞ্জ গাইবান্ধা বালাসী ঘাট, গুজিমারী সড়ক, উপজেলা সড়কসহ বিভিন্ন সড়ক বন্যার পানিতে তলিয়ে গেছে।

বন্যার পানিতে বাড়ি-ঘর তলিয়ে যাওয়ায় শিশু সন্তানদের নিয়ে অনেকে স্কুলে আশ্রয় নিয়েছে। বানভাসি লোকজনের হাঁস, মুরগি, গরু ছাগল হাটে বিক্রি করতে নিয়ে এসে বিপাকে পড়েছে। অর্ধেক দামে পশু গুলো বাধ্য হয়ে বিক্রি করছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হাসান জানান. বানভাসিদের জন্য জন্য ১৯ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। আশ্রয় কেন্দ্রগুলোতে পানি থাকায় বানভাসি লোকজনের দুর্ভোগ বেড়েছে।


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :