2024-05-07 01:20:27 am

দৃষ্টি প্রতিবন্ধী নারীর এক বছরেই কুরআন মুখস্ত!

www.focusbd24.com

দৃষ্টি প্রতিবন্ধী নারীর এক বছরেই কুরআন মুখস্ত!

০১ জুলাই ২০২০, ১২:১৬ মিঃ

দৃষ্টি প্রতিবন্ধী নারীর এক বছরেই কুরআন মুখস্ত!

মাত্র এক বছরে পুরো কুরআন মুখস্থ করলেন এক দৃষ্টি প্রতিবন্ধী নারী রাভজানু কাচাকার। এ নারী দৃষ্টি প্রতিবন্ধী ব্রেইল পদ্ধতির কুরআন পড়েই মাত্র ১২ মাসে পবিত্র কুরআনুল কারিমের হেফজ সম্পন্ন করেছেন।

ব্রেইল পদ্ধতিতে কুরআন পড়ে মাত্র ১২ মাসে কুরআন মুখস্ত করা সত্যিই বিস্ময়কর। চোখে না দেখার প্রতিবন্ধকতা থাকলেও ব্রেইল পদ্ধতির কুরআন পড়ে প্রতিদিন কুরআনের ১১ পৃষ্ঠা পর্যন্ত মুখস্ত করেছেন তিনি।

রাভজানুর কাচাকার তুরস্কের কারাপানা শহরের বসবাস করেন। বর্তমানে রাভজানু উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করছেন।

hifz

দৃষ্টি প্রতিবন্ধী হওয়ার পরও রাভজানুর নিরলস পরিশ্রম স্বার্থক হয়েছে। প্রতিদিন ১১ পৃষ্ঠা কুরআন মুখস্ত করেছেন তিনি। বিশ্বব্যাপী অনেক আরবি ও ইংরেজি গণমাধ্যম এ খবর প্রকাশ করে। তুরস্কসহ অনেক আরবি ও ইংরেজি গণমাধ্যম প্রতিদিন ১১ পৃষ্ঠা কুরআন মুখস্তের বিষয়টি তুলে ধরেন।


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :