2024-05-08 06:40:03 am

অবশেষে কলমাকান্দায় সেই বাঁধ অপসারণ

www.focusbd24.com

অবশেষে কলমাকান্দায় সেই বাঁধ অপসারণ

১০ জুলাই ২০২০, ১৬:২১ মিঃ

অবশেষে কলমাকান্দায় সেই বাঁধ অপসারণ

নেত্রকোনার কলমাকান্দার রংছাতি ইউনিয়নের সতের হাতি গ্রামে সরকারি খালের ওপর অস্থায়ীভাবে তৈরি বাঁধটি প্রশাসনের নির্দেশে অপসারণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ইউপির উপ-সহকারি ভূমি কর্মকর্তা সুনীল সরকার লোকবল নিয়ে খাল থেকে অস্থায়ী বাঁধটি অপসারণ করেন। বন্ধ করে দেন বাড়ি নির্মাণের কাজ । ভরা ও সেচ মৌসুম এলেই ওই খাল থেকে চাষীরা বিভিন্ন সুবিধা নিত।


সম্প্রতি হরিণাকুড়ি গ্রামের মো. রহুল মিয়া ওই সরকারি খালে বাঁধ দিলে তিন শতাধিক পরিবার জলাবদ্ধতায় পড়ে। এ নিয়ে বৃহস্পতিবার  সমকালে ‘খাল ভরাট করে বাড়ি নির্মাণ জলাবদ্ধতায় দুর্ভোগ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপরই বৃহস্পতিবার এ উদ্যোগ নেওয়া হলো। মাটি ও বালু দিয়ে পানি প্রবাহ বন্ধ করে অস্থায়ী মাঠ বানিয়ে খালের ওপর মো. রহুল মিয়া অবৈধভাবে দখল করেছিলেন। জলাবদ্ধতার ফলে গত ৪ জুলাই গ্রামবাসী স্থানীয় সাংসদের কাছে লিখিত অভিযোগ করেন।


কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো. সোহেল রানা সমকালকে জানান, বিষয়টি জানার পর তদন্ত কমিটি গঠন করা হয়। সরেজমিনে খালের ওপর বাঁধ দিয়ে প্রতিবন্ধকতার প্রমাণ পান তদন্ত কমিটি। পরে সংশ্লিষ্ট ইউপির উপ-সহকারি ভূমি কর্মকর্তা ও স্থানীয় চেয়ারম্যানের উপস্থিতিতে বাঁধ অপসারণ করা হয়।




উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :