, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০ অনলাইন সংস্করণ

শান্ত হওয়ার আহ্বান মোদির দিল্লিবাসীকে

  অনলাইন ডেস্ক

  প্রকাশ : 

শান্ত হওয়ার আহ্বান মোদির দিল্লিবাসীকে
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে ভারতের রাজধানী দিল্লিতে গত সোমবার শুরু হওয়া সংঘাত এখনো চলছে। এই সংঘাতের মধ্যেই টুইট করে দিল্লিবাসীকে শান্ত হওয়ার আহ্বান জানালের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

টুইট বার্তায় মোদি বলেন। আমি আমার ভাই বোনদের প্রতি আহ্বান জানাচ্ছি দিল্লিতে সবসময় শান্তি এবং ভাতৃত্ববোধ বজায় রাখার জন্য। দিল্লির পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ এবং অন্যান্য সংস্থা কাজ করছে। শান্তি এবং সম্প্রীতি আমাদের বৈশিষ্ট্য।

প্রসঙ্গত, সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে ভারতের রাজধানী দিল্লিতে গত সোমবার শুরু হওয়া সংঘাত এখনো চলছে।এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। এছাড়া ৭০ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন প্রায় দেড়শতাধিক মানুষ।এনডিটিভি।

  • সর্বশেষ - আন্তর্জাতিক