০২ ডিসেম্বার ২০১৯, ১৭:০৬ মিঃ
দ্রুত পড়তে ও তথ্য গ্রহণ করতে চান অনেকে। এ বিষয়টি আয়ত্ত করতে কয়েক দশক আগে থেকে মানুষ কিছু কৌশল গ্রহণ করে আসছে।
আসুন জেনে নিই দ্রুত পড়া ও তথ্য জানার ৬ কৌশল
১. সবচেয়ে প্রচলিত একটি কৌশল হলো স্কিম রিডিং, যা কমবেশি সবাই কখনও না কখনও করেছি। স্কিম রিডিং হলো বইয়ের পাতায় প্রতিটি লাইনে কেবল চোখ বুলিয়ে যাওয়া এবং সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ শব্দ বের করে বোঝার চেষ্টা করা।
২. বইয়ের লাইন বরাবর হাতের আঙুল বা কলম ব্যবহার করা হয়। যেন চোখ, অন্য কোনো লাইনে সরে না পড়ে।
৩. নির্দিষ্ট শব্দগুলো সহজেই চিহ্নিত করা যায়। এই পদ্ধতিকে বলা হয় মেটা গাইডিং।
৪. দ্রুত পড়তে শেখার একটি উপায় রয়েছে এবং তা হলো নিয়মিত অনুশীলন করা।
৫. আপনি কোন শব্দ কত দ্রুততার সঙ্গে শনাক্ত করতে পারছেন সেটি- যদি শব্দটি আপনার অনেক পরিচিত হয়, তা হলে পড়ার গতিও স্বাভাবিকভাবে বেড়ে যায়।
৬. আপনি যতবেশি পড়বেন তত দ্রুত আপনি তা ধরতে পারবেন।
সূত্র: বিবিসি বাংলা
উপদেষ্টা সম্পাদক: দীপক মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান
সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০
ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :