11 September 2024, 11:40:48 PM, অনলাইন সংস্করণ

রায়হান তারেকের কবিতা

  সাহিত্য ডেস্ক

  প্রকাশ : 

রায়হান তারেকের কবিতা

মৃত্যুই অনিবার্য

ভাদ্র হয়েছে আর্দ্র
মেঘের হয়েছে ছিদ্র
নেমেছে অঝোর বৃষ্টি
তাতেই প্রকৃতির তুষ্টি।

উজানে নেমেছে জলের ঢল
বন্যা
ডুবে মরে শিশু
অঝোরে পিতার কান্নার নোনা জল।

বেড়েই চলছে মরিচের দাম
ইলিশের মৌসুম তবুও কমছে না দাম
নাই শুধু মজুরের কাম
বন্ধ হয়ে আসছে আয়হীন মানুষের দম!

সুখের বড়ই অসুখ
অট্টালিকায়
মহালয়ায়
অফিস

এই জীবন তবে ব্যঞ্জনের
রসায়নের জটিল সমীকরণের
পাটিগণিতের সরল অঙ্কের
অণুজীব বিজ্ঞানে ভাইরাসের।

বিষণ্ন গোধূলিতে
নির্ঘুম রাতে
একাকিত্বের ভোর
ঘর্মাক্ত দুপুর।

প্রেম
বিয়ে
বিচ্ছেদ
চিরায়ত ঘটনার অমোঘ নিয়ম

মৃত্যুই অনিবার্য।

****

সব ঠিক হয়ে যাবে

একটি ঊষা নতুন দিনের কথা বলে
পরিবর্তনের কথা বলে, দুঃখ ভোলার কথা বলে
সুখের কথা বলে; অতীতকে ভুলে যেতে বলে
স্বপ্ন দেখায় ‘সব ঠিক হয়ে যাবে’-
তবুও হলো না কিছুই!
আবার সেই পুরাতন দুপুর-গোধূলি-সন্ধ্যা-রাত
এভাবেই কেটে যায় চিরায়ত যাপন
সময়ের বেহিসাবি আবোল-তাবোল!
যাক তবে এমনি করে
মেনে নিতে হবে সবে
জীবন-মৃত্যুর এই খেলাঘর
ভেঙে যাবে কবে?
অপেক্ষা শুধু দীর্ঘ হয় প্রতীক্ষা রূপে
কেবলই রবে রবি-শশীর এমন চলন
আসবে তবে কোন অলৌকিক দোলন।

সুখ-শান্তির বারতা নিয়ে আগামীর ঊষা রবে
কর্ম যেথা আত্মম্ভর আশায় বেঁধে থাক নীরবে।

  • সর্বশেষ - সাহিত্য