2024-05-10 04:46:06 pm

খান মুহাম্মদ রুমেলের কবিতা

www.focusbd24.com

খান মুহাম্মদ রুমেলের কবিতা

২৩ আগষ্ট ২০২০, ১৬:১২ মিঃ

খান মুহাম্মদ রুমেলের কবিতা

শেষরাতের স্বপ্ন

হিমহিম কোনো এক শেষরাতে হঠাৎ ঘুম ভেঙে বাইরে তাকালে দৃষ্টি কেঁড়েছিলো জোছনার চাদর।

পরের সকালে তোমাকে বলার কথা ছিলো সেই জোছনা ধোয়া রাতের কথা।
ঘর ছেড়ে বেরিয়ে তীব্র কুয়াশায় আর খুঁজে পাওয়া গেলো না তোমাকে।

এরপর তো বন্দি হয়ে গেলে দৈত্যপুরিতে।
দানবখানার দেয়াল ভাঙার চাবির খোঁজে আমিও পথ হারালাম!

অবশেষে সকল ছিঁড়ে তুমি যবে এলে-
ততোদিনে কেটে গেছে কুড়ি বছর।

কম্পিত হৃদয়ে মুখোমুখি দাঁড়িয়ে দুজনেই জানলাম
কুড়ি বছর বড্ড বেশি সময়।

তবে জেনে রেখো
কুড়ি বছর কেড়েছে আমাদের চুলের রং চোখের জ্যোতি।
শুধু নিতে পারেনি হৃদয়ের হাহাকারটুকু।


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :