2024-04-27 10:27:45 pm

সফর হচ্ছে, অক্টোবরের শুরুতে শ্রীলঙ্কার উদ্দেশ্যে যাত্রা!

www.focusbd24.com

সফর হচ্ছে, অক্টোবরের শুরুতে শ্রীলঙ্কার উদ্দেশ্যে যাত্রা!

২৬ সেপ্টেম্বার ২০২০, ১৬:৪০ মিঃ

সফর হচ্ছে, অক্টোবরের শুরুতে শ্রীলঙ্কার উদ্দেশ্যে যাত্রা!

টাইগাররা কি আদৌ শ্রীলঙ্কা যাবে? বিসিবি আর লঙ্কান বোর্ডের ভেতরে কি কোনরকম আপোষ রফা হয়েছে বা হচ্ছে? এই খবর জানতে আগ্রহী সবাই। পাশাপাশি আরও একটি কথাও কমবেশি চাউর হয়ে গেছে। তা হলো কোয়ারেন্টাইন ইস্যুর নিষ্পত্তি হলেও মুমিনুল, মুশফিক, তামিমরা পূর্ব নির্ধারিত সময়ে শ্রীলঙ্কা যেতে পারছেন না, গেলেও সফর পিছিয়ে যাবে।


জাগো নিউজের পাঠকরা দুদিন অগেই এমন আভাস পেয়েছেন। সেটাই সত্য। শেষ খবর, বাংলাদেশ জাতীয় দল শ্রীলঙ্কা যাচ্ছে। টাইগারদের শ্রীলঙ্কা সফর হচ্ছে। তিন ম্যাচের আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজও হচ্ছে। দুই বোর্ডের ভেতরে মোটামুটি একটা আপোষ রফা হয়ে গেছে। বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খানের কণ্ঠে তেমনই আভাস।


আজ (শনিবার) দুপুরে আকরাম খান যা বললেন, তাতে বোঝাই যাচ্ছে দুই দেশের বোর্ডের মধ্যে ইতিবাচক আলোচনা চলছে। এখন শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবুজ সংকেত পেলেই সফরসূচি চূড়ান্ত করতে বসে যাবে দুই বোর্ড। তবে সফরটি হলেও স্বাভাবিকভাবেই আগের দিনক্ষণ মেনে শ্রীলঙ্কার উদ্দেশ্যে যাত্রা করা হবে না টাইগারদের। অনিবার্যভাবেই অন্তত সপ্তাহদুয়েক হয়তো পিছিয়ে যাবে এই সফর।


আমাদের সঙ্গে আলাপে আকরামের ভাষ্য, ‘সব অনিশ্চয়তা দূর করে আমাদের জাতীয় দল শ্রীলঙ্কা খেলতে যাচ্ছে। সম্ভাবনা অনেক বেড়ে গিয়েছে। আশা করছি আগামী তিন-চারদিনের ভেতরে লঙ্কান বোর্ডের কাছ থেকে চূড়ান্ত কথাবার্তা পেয়ে যাব। তবে এখনকার খবর হলো সফর হচ্ছে। আমরা শ্রীলঙ্কা খেলতে যাব। সেই লক্ষ্যেই আমাদের কথাবার্তা এগিয়েছে। আশা করছি কয়েকদিনের ভেতরেই সব চূড়ান্ত হয়ে যাবে।’


সবকিছু ঠিক থাকলে আগামী মাসের ৭ থেকে ১০ তারিখে টাইগাররা কলম্বো যাবে- এমনটাই জানিয়েছেন আকরাম খান।  তিনি জানান, ‘শ্রীলঙ্কা থেকে সবশেষ আগের কথাই বলেছে। অর্থাৎ বিষয়টা ওদের হাতে নেই। ওরা আশা করেছিল স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে গতকাল (শুক্রবার) কোনো খবর পাবে। আগামী দুই-তিনদিনের মধ্যে হয়তো পেয়ে যাবে। ওরা চেষ্টা করছে।’


‘ওরা চাচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব সিরিজটা আয়োজন করতে। আমার মনে হয় ওরা ইতিবাচক আছে। আজকে ও কালকে (শনি ও রবিবার শ্রীলঙ্কার সাপ্তাহিক ছুটি) ওদের বন্ধ। আশা করছি সোমবার বা মঙ্গলবার চূড়ান্ত কিছু চলে আসবে। যদি ইতিবাচক হয় আমরা আগামী মাসের ৭-১০ তারিখের মধ্যে যেতে পারি। যেহেতু ওদের যে শ্রীলঙ্কান টি-টোয়েন্টি লিগ (এলপিএল) হওয়ার কথা ছিল সেটা এখন নিশ্চিত না। অতএব ওদের কাছে সময় আছে।’



উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :