টস জিতে আজও ব্যাটিংয়ে বাংলাদেশ
প্রকাশ :
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতেছে বাংলাদেশ। আজও গত ম্যাচের মতো ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মাশরাফি বিন মুর্তজা।
তবে একাদশে দুটি পরিবর্তন এনেছে স্বাগতিকরা। মোস্তাফিজুর রহমান ও সাইফউদ্দিন বাদ পড়েছেন। একাদশে ঢুকেছেন আল আমিন ও শফিউল ইসলাম।জিম্বাবুয়ে দলেও দুটো পরিবর্তন এসেছে। দলে ঢুকছেন অভিজ্ঞ শন উইলিয়ামসন এবং পেসার চার্লটন টিশুমা।জিম্বাবুয়ে দলের অধিনায়ক চামু চিবাবা ইনজুরিতে পড়ায় আজকে ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করবেন অভিজ্ঞা শন উইলিয়ামসন। বাদ পড়েছেন পেসার ক্রিস এমপোফু।
আজকে জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করবে বাংলাদেশ। মুশফিকের জন্য এই ম্যাচটি বিশেষ ম্যাচ। কারণ এই ম্যাচ জিতলে মুশফিক নিজেই পাবেন শততম জয়ের স্বাদ।