বিশ্বকে বাঁচাতে আবিষ্কার হয়েছিল প্লাস্টিক ব্যাগ!
প্রকাশ :
১৯৫৯ সালে সুইডেনে স্টেইন গুস্তাফ থুলিন প্লাস্টিক ব্যাগ আবিষ্কার করেন।
সে সময় মানুষ ব্যবহার করত কাগজের ব্যাগ। কাগজের ব্যাগ তৈরিতে অনেক বেশি কাঠের প্রয়োজন হতো। তাই স্টেইন একটি শক্ত প্লাস্টিকের ব্যাগ তৈরি করেন যা হালকা ও অনেক দিন টিকবে। এ নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি।
সময়ের সঙ্গে সঙ্গে প্লাস্টিক একবার ব্যবহারের পণ্যে পরিণত হয়। প্লাস্টিক ব্যাগ আবিষ্কারকের সন্তান রাওল থুলিন বলেন, মানুষ একবার ব্যবহার করে ফেলে দেবে, এরকম চিন্তা আমার বাবার কাছে উদ্ভট বলে মনে হতো। তিনি সব সময়ে একটি ব্যাগ ভাঁজ করে তার পকেটে বহন করতেন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, যত বেশি প্লাস্টিক ব্যবহার হতে শুরু হল, দূষণের সমস্যা ততো বাড়ল। অনেকে প্লাস্টিক ব্যাগ বাদ দিয়ে কাগজ বা সুতার ব্যাগ ব্যবহার করছেন। সুতার তৈরি ব্যাগ আরও খারাপ। এখানে অনেক পানি লাগে। আর এই ফসলটি উৎপাদনে নিবিড় চাষাবাদ দরকার হয়।
ব্যবহৃত ব্যাগটি বারবার ব্যবহার করা, দরকার হলে মেরামত করে ব্যবহার করা উচিত। যখন আর সেটিও করা যাবে না, তখন পুনঃব্যবহার উপযোগী করা যেতে পারে। সূত্র:বিবিসি