14 September 2024, 08:42:44 PM, অনলাইন সংস্করণ

চট্টগ্রামে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার, স্বামী পলাতক

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

চট্টগ্রামে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার, স্বামী পলাতক
চট্টগ্রাম। ছবি: গুগল ম্যাপ থেকে

নগরীতে একটি বাসা থেকে এক পোশাক কর্মী নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বন্দর ইস্ট কলোনির একটি বাসা থেকে সুরমা ইসলাম মিম (২২) নামে এই নারীর লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছে।

বন্দর থানার ওসি সুকান্ত চক্রবর্তী ইত্তেফাককে বলেন, 'মিম একটি গার্মেন্টসে চাকরি করতেন। তার স্বামী মো. জাবেদ লরি চালক। গত ১ ডিসেম্বর তাদের বিয়ে হয়েছে। জাবেদ সকালে মিমের এক বান্ধবীকে ফোন করে বলে মিম অসুস্থ। পরে ওই বান্ধবী বাসায় গিয়ে দেখে মিমের গলাকাটা লাশ খাটের নিচে পড়ে রয়েছে। তখন সে বাড়ির মালিকের মাধ্যমে পুলিশকে খবর দেয়।'

তিনি আরও বলেন, 'পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে এবং সেখানে একটি রক্তমাখা বটি পাওয়া যায়। বটি দিয়ে তাকে হত্যা করা হতে পারে। স্বামীকে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।’

  • সর্বশেষ - সারাদেশ