2024-05-06 08:35:04 am

মৃত্যুদণ্ড হতে পারে সৌদির দুই যুবরাজের

www.focusbd24.com

মৃত্যুদণ্ড হতে পারে সৌদির দুই যুবরাজের

০৭ মার্চ ২০২০, ১৭:৪১ মিঃ

মৃত্যুদণ্ড হতে পারে সৌদির দুই যুবরাজের
প্রিন্স মোহাম্মাদ বিন নায়েফ

যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশে গ্রেফতার হওয়া সৌদি রাজ পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে আনা হয়েছে রাষ্ট্রদোহের অভিযোগ। এই থেকে ধারণা করা হচ্ছে, যাবজ্জীবন অথবা মৃত্যুদণ্ড হতে পারে তাদের ।

প্রতিবেদনে বলা হয়, ৩৪ বছর বয়সি যুবরাজ সালমানের নির্দেশে শুক্রবার তার চাচা ও ছোট ভাই প্রিন্স মোহাম্মাদ বিন নায়েফকে আটক করা হয়। এছাড়া রাজ পরিবারের আরো দুই সদস্যকেও ওইদিন আটক করা হয়। এদের মধ্যে একজন রাজা সালমানের ভাতিজা এবং একজন সাবেক যুবরাজ রয়েছেন।

প্রকাশিত খবরে এসব আটকাদেশের কোনো কারণ জানানো হয়নি। তবে অপর মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালা জানিয়েছে, চাচা নায়েফ ও ছোট ভাই প্রিন্স মোহাম্মাদ বিন নায়েফ বিরুদ্ধে ‘রাষ্ট্রদ্রোহের’ অভিযোগ এনেছেন যুবরাজ বিন সালমান।

সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন নায়েফকে ২০১৭ সালের জুন মাস থেকে গৃহবন্দি করে রেখেছিলেন যুবরাজ মোহাম্মাদ বিন সালমান। এবার তাকে গৃহবন্দিদশা থেকে বের করে সোজা কারাগারে নিক্ষেপ করা হলো।

শুক্রবার সকালে রাজ দরবারের গার্ডরা কালো পোশাক ও মুখে মাস্ক পরা অবস্থায় সৌদি রাজপরিবারের সদস্যদের গ্রেফতার করে।



উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :