১৬ মার্চ ২০২১, ২২:৫৩ মিঃ
ঘাতক পিন্টু মিয়া
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে আবু সাদেক (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (১৫ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আবু সাদেক কেন্দুয়া উপজেলার বলাইশিমূল ইউনিয়নে ছবিলা গ্রামের লাল মিয়ার ছেলে। তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘাতক পিন্টু মিয়াকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। নিহত আবু সাদেকের চাচাতো ভাইয়ের ছেলে পিন্টু। তার বাবার নাম আনোয়ার হোসেন আনন্দ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকেলে কবিচন্দপুর গ্রামে ভাইয়ের বাড়িতে বেড়াতে যান আবু সাদেক। রাত সাড়ে ৮টার দিকে বাড়ি ফেরার পথে তাকে ছুরিকাঘাত করেন মাদকাসক্ত পিন্টু মিয়া। গুরুতর আহত অবস্থায় তাকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ বলেন, পিন্টুকে গ্রেফতার করা হয়েছে। তিনি মাদকাসক্ত। কিছু দিন আগেও মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন তিনি। নিহতের রমদে উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেয়া হচ্ছে।
উপদেষ্টা সম্পাদক: দীপক মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান
সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০
ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :