6 October 2024, 05:30:57 PM, অনলাইন সংস্করণ

লকডাউন শুরু, গণপরিবহন না পেয়ে মহাসড়ক অবরোধ

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

লকডাউন শুরু, গণপরিবহন না পেয়ে মহাসড়ক অবরোধ
16px

করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় দেশে এক সপ্তাহের লকডাউন আজ সোমবার থেকে শুরু হয়েছে। কিছু কিছু অফিস ও শিল্প কারখানা খোলা থাকায় সেই কর্মীদেরকে যেতে হচ্ছে কর্মক্ষেত্রে। আর তাতেই ভোগান্তি চরমে।

গণপরিবহন না পেয়ে রায়েরবাগ বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ করেছেন অফিস ও কর্মস্থলগামী মানুষ। এতে রাস্তায় যানজটের সৃষ্টি হয়।

সোমবার সকাল ৯টার দিকে নানান অফিসগামীরা সড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করলে পুলিশ এসে অবরোধকারীদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

সড়ক অবরোধকারী ভুক্তেভোগীরা বলেন, প্রায় সব ধরনের যানবাহনই চলাচল করছে সড়কে। বিভিন্ন প্রতিষ্ঠানের বাহন, ব্যক্তিগত গাড়ি এবং ট্রাক চলছে স্বাভাবিকভাবেই।

সরকারের দেয়া নির্দেশনার কারণে প্রায় সকল কারখানা খোলা রয়েছে। কিন্তু শ্রমিক-কর্মচারীদের যাতায়াতের জন্য গাড়ির তেমন কোনো ব্যবস্থাই রাখা হয়নি। এ অবস্থায় তাদের কর্মস্থল খোলা থাকলেও তারা পরিবহন সংকটে গন্তব্যে পৌঁছাতে পারছেন না।

  • সর্বশেষ - সাক্ষাতকার