2024-05-03 12:32:33 pm

পাঁচ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন প্যাটেল

www.focusbd24.com

পাঁচ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন প্যাটেল

০৯ এপ্রিল ২০২১, ২২:৫৭ মিঃ

পাঁচ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন প্যাটেল

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএলে সফল না হওয়ার পেছনে অন্যতম বড় কারণ হিসেবে দেখা হয় ডেথ ওভারে তাদের বোলারদের ব্যর্থতাকে। তবে ১৪তম আইপিএলের প্রথম ম্যাচে এই জায়গায় দারুণ সফল তারা। তার মূল কৃতিত্বটা হার্শাল প্যাটেলের। 


শেষ ওভারে এক রান দিয়ে তিনি নিয়েছেন তিন উইকেট। ইনিংসে তার উইকেট সংখ্যা পাঁচটি। আর এতেই ইতিহাস গড়েছেন ৩০ বছর বয়সী এই পেসার। প্রথম বোলার হিসেবে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে পাঁচ উইকেট নিয়েছেন তিনি। 


ইনিংসের ১৬তম ওভারের শেষ বলে এসে প্রথম উইকেটের দেখা পান হার্শাল। তুলে নেন ১৩ রান করা পান্ডিয়ার উইকেট। এরপর ১৭তম ওভারে বোলিংয়ে এসে আউট করেন ২৮ রান করা ইশান কিশানকে। কিন্তু তার মূল বোলিংটা যেন লুকিয়ে রেখেছিলেন শেষ ওভারের জন্য। 


আগের তিন ওভারে ২৭ রান দেওয়া হার্শাল প্যাটেল ইনিংসের শেষ ওভারের প্রথম দুই বলে তুলে নেন ক্রুনাল পান্ডিয়া ও কাইরন পোলার্ডের উইকেট। তৃতীয় বল ডট দেওয়ার পর চতুর্থ বলে তিনি তুলে নেন মার্কো জেনসনকে। এতেই নিজের পাঁচ উইকেট পূর্ণ করেন বেঙ্গালুরুর এই বোলার।


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :