2024-05-09 08:14:52 am

আদালতের নির্দেশে ৩ মাস পর কবর থেকে গৃহবধূর মরদেহ উত্তোলন

www.focusbd24.com

আদালতের নির্দেশে ৩ মাস পর কবর থেকে গৃহবধূর মরদেহ উত্তোলন

২০ এপ্রিল ২০২১, ২২:৩৬ মিঃ

আদালতের নির্দেশে ৩ মাস পর কবর থেকে গৃহবধূর মরদেহ উত্তোলন
ফাইল ছবি

নেত্রকোনায় আদালতের নির্দেশে কবর থেকে দুলন আক্তার (২৩) নামের এক নারীর মরদেহ উত্তোলন করেছে পুলিশ। মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে সদর উপজেলার কাইলাটী ইউনিয়নের দরুনবালী এলাকার একটি কবরস্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মামলার বিবরণে জানা যায়, সদর উপজেলার কাইলাটী ইউনিয়নের দরুনবালী গ্রামের মৃত আলতু মিয়ার ছেলে মো. আব্দুল কাইয়ুবের সঙ্গে ২০১৪ সালে বারহাট্টা নোয়াগাও গ্রামের মো. আজিজুল ইসলামের মেয়ে দুলন আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে দুলনের কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন স্বামী কাইয়ুম। এতে অপারগতা প্রকাশ করলে তাকে মারধর করে বাড়িতে পাঠিয়ে দেন। এ অবস্থায় এক ছেলেসন্তান জন্ম দেয়ার ছয়দিন পর মারা যান দুলন আক্তার।

খবর পেয়ে নিহতের স্বজনরা দরুনবালী যান। পরে ওই গ্রামের একটি কবরস্থানে তাকে দাফন করা হয়। ওই সময় নিহতের স্বজনরা থানায় কোনো অভিযোগ করেননি। এদিকে একমাস পর ওই গৃহবধূর স্বামী আব্দুল কাইয়ুম কলমাকান্দা উপজেলার রুমা নামের একজনকে বিয়ে করে সংসার শুরু করেন।

অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোরশেদা খানম জানান, নিহতের ঘটনাটি সন্দেহজনক মনে হলে গত ১২ এপ্রিল নিহতের মা আলোয়া আক্তার বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তিনজনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন। মামলায় নিহতের স্বামী আব্দুল কাইয়ুব, তার দ্বিতীয় স্ত্রী রুমা আক্তার এবং তার মা বেগম আক্তারকে আসামি করা হয়। মামলার পর আব্দুল কাইয়ুমকে গ্রেফতার করেছে পুলিশ।

তিনি আরও জানান, মামলা তদন্তের স্বার্থে আদালতের নির্দেশে মঙ্গলবার মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে।


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :