2024-05-03 07:50:25 am

মাস্ক–হ্যান্ডওয়াশের কৃত্রিম সংকট তৈরি করছে মুনাফালোভীরা: কাদের

www.focusbd24.com

মাস্ক–হ্যান্ডওয়াশের কৃত্রিম সংকট তৈরি করছে মুনাফালোভীরা: কাদের

১০ মার্চ ২০২০, ১৭:২১ মিঃ

মাস্ক–হ্যান্ডওয়াশের কৃত্রিম সংকট তৈরি করছে মুনাফালোভীরা: কাদের
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি ফেসবুক

করোনাভাইরাস মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, দেশে করোনা শনাক্ত হওয়ার পর কিছু মুনাফালোভী মাস্ক, হ্যান্ডওয়াশের কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে সরকারের অভিযান শুরু হয়েছে, যা আরও জোরদার হবে।

আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বিলেন, জনস্বাস্থ্যের কথা মাথায় রেখেই জনসমাগম এড়াতে মুজিব বর্ষের কর্মসূচি পুনর্বিন্যাস করা হয়েছে। বিদেশি অতিথিরা আসবেন না বলে যাঁরা এ নিয়ে রাজনীতি করছেন, তা সঠিক নয়। মুজিব বর্ষের কর্মসূচি পুনর্বিন্যাস করায় কোনো রাজনীতি নেই।

গত সোমবার আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে নেওয়া সিদ্ধান্ত জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সব ধরনের সতর্কতা ও প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে অনুযায়ী রাজধানী ঢাকার সব হাসপাতালে প্রস্তুতিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা-উপজেলার হাসপাতালগুলোও প্রস্তুত রয়েছে। করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, তবে করণীয় আছে। তা হলো সতর্ক থাকা, যেখানে-সেখানে ময়লা না ফেলা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা।

খালেদার মুক্তি প্রসঙ্গ
খালেদা জিয়ার মুক্তি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে করা আবেদনের বিষয়ে সাংবাদিকদেরা জানতে চাইলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘পরিবার বা দলের নেতাদের কথায় দণ্ডিত আসামি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি হবে না। চিকিৎসকেরা তাঁর চিকিৎসার প্রয়োজনে কোনো সুপারিশ করলেই কেবল তা বিবেচনাযোগ্য। আর যেহেতু মানবিক কারণ বা চিকিৎসার জন্য তাঁর জামিন আবেদন আদালত একাধিকবার নাকচ করে দিয়েছেন, তাই পরিবারের আবেদনে বা মানবিক কারণে খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সুযোগ দেখছি না।’

খালেদা জিয়াকে কারাগারে রেখে মুজিব বর্ষ সফল হবে না, বিএনপির এমন দাবির বিষয়ে তিনি বলেন, দুর্নীতির দায়ে দণ্ডিত হয়ে খালেদা জিয়া কারাগারে আছেন, এর জন্য মুজিব বর্ষ সফল হবে না, এটা কোনো কথা হতে পারে না, এটা বালকসুলভ বক্তব্য।

ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা প্রয়োজন, এ কথা শুধু তাঁর দলের নেতা বা পরিবারের লোকজন বলছেন। খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকেরা সে কথা বলছেন না। তাই স্বভাবতই দল বা পরিবারের কথায় তাঁর জামিন বা মুক্তির সুযোগ নেই। মির্জা ফখরুল তো চিকিৎসক নন, তিনি কীভাবে খালেদা জিয়ার সাস্থ্য নিয়ে কথা বলেন?

১৭ মার্চের দলীয় কর্মসূচি
আওয়ামী লীগের ১৭ মার্চ মুজিব বর্ষের পুনর্বিন্যস্ত কর্মসূচি ঘোষণা করেন সাধারণ সম্পাদক। তিনি জানান, এদিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর উদ্বোধন করা হবে। সেদিন সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে। দলীয় ও জাতীয় পতাকা ওড়ানো হবে। দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। গরিব ও দুস্থ ব্যক্তিদের মধ্যে খাবার বিতরণ করা হবে। দেশের সব গণমাধ্যমে বিশেষ অনুষ্ঠান প্রচার করা হবে। আর রাত আটটায় বঙ্গবন্ধুর জন্মক্ষণে একযোগে সারা দেশে উপজেলা পর্যায় পর্যন্ত আতশবাজি ফোটানো হবে। এ ছাড়া পুরো মুজিব বর্ষে দলের পক্ষে বৃক্ষরোপণ এবং গৃহহীনদের ঘর দেওয়ার কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

প্রথম এক্সপ্রেসওয়ে উদ্বোধন
আগামী ১২ মার্চ দেশের প্রথম এক্সপ্রেস হাইওয়ে উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহনমন্ত্রী। তিনি সংবাদ সম্মেলনে জানান, ১২ মার্চ ভিডিও কনফারেন্সের মাধ্যমে যাত্রাবাড়ি-ভাঙ্গা এক্সপ্রেস হাইওয়ে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর মার্চের কোনো এক দিনে ওই সড়কপথে পরিবারের অন্য সদসদের নিয়ে টুঙ্গিপাড়ায় যাবেন প্রধানমন্ত্রী।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, শাজাহান খান, যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রমুখ।


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :