2024-05-03 08:18:58 am

ধান কেটে মাথায় করে বাড়িতে নিয়ে মাড়াই করে দিলেন এমপি হোসনে আরা

www.focusbd24.com

ধান কেটে মাথায় করে বাড়িতে নিয়ে মাড়াই করে দিলেন এমপি হোসনে আরা

০১ মে ২০২১, ২২:২৬ মিঃ

ধান কেটে মাথায় করে বাড়িতে নিয়ে মাড়াই করে দিলেন এমপি হোসনে আরা

করোনাভাইরাসজনিত উদ্ভূত পরিস্থিতিতে শ্রমিক সংকটে পড়েছেন কৃষকরা। তারা তাদের ক্ষেতের পাকা ধান কাটা নিয়ে বিপাকে রয়েছেন। এই অবস্থায় কৃষকদের পাশে এসে দাঁড়ালেন জামালপুর-শেরপুর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এসপি) হোসনে আরা। কৃষকদের সহায়তা করতে নিজে সরাসরি মাঠ থেকে ধান কেটে বাড়িতে নিয়ে মাড়াইও করে দিয়েছেন তিনি।


শনিবার (১ মে) সকাল থেকে দুপুর আড়াইটা পর্যন্ত সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের জয়রামপুর এলাকায় খোরশেদ আলম ও শিপন নামে দুই কৃষকের প্রায় দেড় একর জমির পাকা ধান কেটে বাড়িতে তুলে দিয়ে মাড়াই করে দেন এমপি হোসনে আরা।


মহিলা এমপি হোসনে আরার সঙ্গে ধান কেটে মাড়াই কাজে অংশ নেন জেলা কৃষক লীগের সভাপতি মোহাম্মদ মোখলেসুর রহমান জিন্নাহ, সিনিয়র সহ-সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক হুরমুজ আলী হিরু, মহিলা বিষয়ক সম্পাদক জিন্নত আরা লাভলী, শহর কৃষক লীগের সাধারণ সম্পাদক সম্রাট জামান, শরিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম আলমসহ শতাধিক কৃষকলীগের নেতাকর্মীরা।


কৃষক খোরশেদ আলম বলেন, ‘করোনার কারণে ধান কাটার লোক খুঁজে পাচ্ছিলাম না। আজ মহিলা এমপি হোসনে আরা ম্যাডাম তার নেতৃবৃন্দসহ এসে আমার জমির ধান কেটে দিয়ে মাড়াই করে দিয়েছেন। এজন্য আমি সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’


এ বিষয়ে জামালপুর-শেরপুর সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হোসনে আরা বলেস, প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা অসহায় কৃষকদের ধান কেটে মাড়াই করে দিচ্ছি। এই কার্যক্রম অব্যাহত থাকবে।’


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :