পরাজয়ের কারণ জানতে চাইলেন অমিত শাহ
প্রকাশ :
নির্বাচনে জয় পরাজয় থাকবেই। পরাজয়ের শক্ত ভিত্তিই তৈরী করে দেবে কাঙ্খিত বিজয় অর্জনের প্রেরণা। অনেক প্রার্থী বলে থাকেন ফলাফল মেনে নেওয়ার মানসিকতা আছে। তবে বাস্তবতা ভিন্ন।
নতুন খবর হচ্ছে, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে উভয় দলের মধ্যেই বেশ উত্তেজনা বিরাজ করছে। নির্বাচনে সার্বিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল এগিয়ে রয়েছেন। এদিকে এ নির্বাচনে বিজেপি’র বিপর্যয়ের কারণ জানতে চেয়েছেন অমিত শাহ।
রোববার (২ মে) কলকাতা ২৪-এর এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য। নির্বচানে বিপর্যয়ের কারণ অমিত শাহ’র জানতে চাওয়ার বিষয়টি বঙ্গ বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় বলেছেন বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনটিতে।