2024-05-03 06:42:54 pm

অনির্দিষ্টকালের জন্য ক্ষমতা চান পুতিন

www.focusbd24.com

অনির্দিষ্টকালের জন্য ক্ষমতা চান পুতিন

১১ মার্চ ২০২০, ১৫:২০ মিঃ

অনির্দিষ্টকালের জন্য ক্ষমতা চান পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

রাজনৈতিকভাবে রাশিয়া পরিপক্ক না হওয়া পর্যন্ত ক্ষমতায় থাকতে চান দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ ডুমাতে দেওয়া সংবিধানের প্রস্তাবিত সংশোধনের ওপরে দেয়া এক ভাষণে পুতিন এমনটি বলেন।

গত জানুয়ারিতে রাশিয়ার রাজনীতি ও সংবিধান সংশোধনের উদ্যোগ নেন ভ্লাদিমির পুতিন। বর্তমান সংবিধান অনুসারে ২০২৪ সালে চতুর্থ মেয়াদ পূর্ণ হওয়ার পর তাকে দায়িত্ব ছাড়তে হতো।

মঙ্গলবার ভাষণে পুতিন বলেন, প্রেসিডেন্টের মেয়াদের বাধ্যবাধকতা থাকবে না। যখন দেশ কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যায় তখন স্থিতিশীলতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অগ্রাধিকার হওয়া উচিত।

এদিকে গতকাল মঙ্গলবার সংবিধান সংশোধন নিয়ে রাশিয়ার পার্লামেন্টে দ্বিতীয় ধাপের পর্যালোচনা অনুষ্ঠিত হয়েছে। দিন শেষে ভোটাভুটিতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সংবিধান সংশোধনের প্রস্তাবটি পাস হয়।এর পক্ষে ৩৮২ এমপি ভোট দিয়েছেন। ভোটদানে বিরত ছিলেন ৪৪ জন। আজ (বুধবার) তৃতীয় এবং শেষ পর্যালোচনা শেষে ভোটাভুটি হবে। এদিন সংশোধিত বিলটি পার্লামেন্টের উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিলেও তোলা হবে। আগামী ২২ এপ্রিল সংবিধান সংশোধন প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হবে।রয়টার্স।


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :