2024-05-02 12:25:17 pm

সপ্তাহের ব্যবধানে ভেঙে পড়ল একই ইউনিয়নের ৩ সেতু

www.focusbd24.com

সপ্তাহের ব্যবধানে ভেঙে পড়ল একই ইউনিয়নের ৩ সেতু

০২ জুন ২০২১, ১৯:২১ মিঃ

সপ্তাহের ব্যবধানে ভেঙে পড়ল একই ইউনিয়নের ৩ সেতু

ময়মনসিংহের গফরগাঁয়ের চর আলগী ইউনিয়নে এক সপ্তাহের ব্যবধানে ভেঙে পড়েছে তিনটি সেতু। এ ঘটনার দায় নিতে চাইছেন না কেউ। এদিকে দুর্ভোগে পড়েছেন ১৫ হাজার মানুষ।

গফরগাঁও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, পুর্ব টেকির চরের খালের ওপর ৬০ ফুট দৈর্ঘ্যের সেতুটি ৫৪ লাখ ৪ হাজার টাকা ব্যয়ে ১৬-১৭ অর্থবছরে, চর আলগী বোরাখালী খালের উপর ৪০ ফুট দৈর্ঘের সেতুটি ৩০ লাখ ৭৭ হাজার টাকা ব্যয়ে ১৭-১৮ অর্থবছরে ও চর মছলন্দ গ্রামের খালে ৬০ ফুট দৈর্ঘ্যের সেতুটি ৪৭ লাখ ৪২ হাজার টাকা ব্যয়ে ১৩-১৪ অর্থবছরে নির্মাণ করা হয়।

স্থানীয়রা জানান, গত শুক্রবার (২৮ মে) সন্ধ্যায় হঠাৎ ভেঙে পড়ে বোরাখালী খালের সেতুটি। এর আগে ২৫ মে ও ২৬ মে বাকি দু’টি সেতুও ভেঙে পড়ে।

jagonews24

এদিকে তিনটি সেতু ভেঙে পড়ায় বোরাখালী, নয়াপাড়া, কুরতলীপাড়া, জিরাতিপাড়া, টেকিরচর, নিধিয়ারচর, হোসেনপুর উপজেলার বগা মারার চর, হাজিপুর, চরকাটাইল, মহেশকুড়াসহ আশপাশের ১০-১২টি গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ দুর্ভোগে পড়েছেন।

পূর্ব টেকিরচর গ্রামের হালিম উদ্দিন বলেন, পাউবোর অপরিকল্পিত খননের কারণেই সেতুগুলো ভেঙে পড়েছে। গফরগাঁও ও হোসেনপুরের মধ্যে যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন দু’পারের হাজার হাজার মানুষ।

jagonews24

বোরাখালী গ্রামের আবুল বাসার বলেন, সেতু তিনটি পাইলিং না করেই নির্মাণ করা হয়েছে। ফলে কিছুদিনের মধ্যেই সেতুগুলো ভেঙে পড়েছে। এতে সরকারের প্রায় দেড় কোটি টাকা খালের পানিতে ভেসে গেল। এর সঠিক তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

চর আলগি ইউপি চেয়ারম্যান মাসুদুজ্জামান মাসুদ বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে তিনটি সেতু তৈরি করা হয়েছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ভেঙে পড়া সেতুগুলো পরিদর্শন করেছেন। আমাদের ধারণা, পাউবোর অপরিকল্পিত খননের কারণেই সেতুগুলো ভেঙে পড়েছে।

jagonews24

গফরগাঁও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম বলেন, সেতুগুলো নির্মাণের আগে বোরাখালী খালটি মরা ছিল, তেমন পানি ছিল না এতে। এ খালের ওপর সেতুগুলো নির্মাণ করা হয়েছিল। কিন্তু পাউবো ওই খালের দুই পাশে ৮-১২ ফুট করে খনন করার কারণে পানির চাপে সেতুগুলো ধসে পড়ে। এরপর ঊর্ধ্বতন কর্মকর্তারা সেতু তিনটি পরিদর্শন করেছেন।

সপ্তাহের ব্যবধানে ভেঙে পড়ল একই ইউনিয়নের ৩ সেতু

ময়মনসিংহ পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. মুসা বলেন, 'গফরগাঁওয়ে তিনটি সেতু ধসে পড়ার খবর পেয়েছি। তবে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, কেউ প্রমান করতে পারবে না যে পাউবোর অপরিকল্পিত খননের কারণে সেতু ধসে পড়েছে। সেতুগুলো যারা তৈরি করেছেন তারা কোনো নিয়ম না মেনেই তা তৈরি করেছেন। এখানে পাউবোর কোনো গাফিলতি নেই।


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :