2024-05-04 08:21:41 pm

ময়মনসিংহে অপরাধ দমনে সাইকেল নিয়ে মাঠে নামছে পুলিশ

www.focusbd24.com

ময়মনসিংহে অপরাধ দমনে সাইকেল নিয়ে মাঠে নামছে পুলিশ

০৪ জুন ২০২১, ১০:৪৮ মিঃ

ময়মনসিংহে অপরাধ দমনে সাইকেল নিয়ে মাঠে নামছে পুলিশ

অপরাধ নিয়ন্ত্রণে ময়মনসিংহ জেলা পুলিশের উদ্যোগে বিট পুলিশিংয়ে বাইসাইকেল টহল কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম উদ্বোধন করেন।

এ বিষয়ে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ বলেন, ‘অপরাধ দমন, নিয়ন্ত্রণ এবং অপরাধীদের আইনের আওতায় এনে নগরবাসীকে স্বাচ্ছন্দ্যে চলাচল, নিরাপদে গন্তব্যে পৌঁছতে পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের বাইসাইকেলে টহল ডিউটির এ উদ্যোগ প্রশংসনীয়। পুলিশের বাইসাইকেল ব্যবহার নতুন নয়। ব্রিটিশ শাসনামলে পুলিশ বাইসাইকেলে চড়ে অপরাধ প্রবণতারোধে সমগ্র এলাকায় টহল দিত। বিশ্বের অনেক উন্নত দেশেও এই কার্যক্রম চালু আছে। নগরীর অলিগলিতে যেখানে বড় বড় যানবাহন নিয়ে চলাচল করা সম্ভব নয়। সেখানের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইসাইকেল অনেক গতি ফিরিয়ে আনবে। অপরাধ প্রবণতা কমে আসবে।’

পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান বলেন, ‘সম্প্রতি বিভিন্ন মাধ্যমে খবর রয়েছে নগরীর আনাচে কানাচে ছিনতাইকারী রাস্তারোধ করে মোবাইল ও টাকা পয়সা ছিনিয়ে নিচ্ছে। অনেক পথচারীর সবকিছুই লুটে ছিনতাইকারীরা। এদের আইনের আওতায় আনতে নিয়মিত পুলিশি টহল ডিউটির বাইরেও বিট পুলিশিং কার্যক্রমের আওতায় রেঞ্জ ডিআইজির সহযোগিতায় বাইসাইকেলে টহল ডিউটির কার্যক্রম শুরু হয়েছে।’

jagonews24

তিনি আরও বলেন, ‘বাইসাইকেলে পুলিশি টহল চলমান থাকলে নগরবাসীর চাওয়া পূরণ হবে। ময়মনসিংহ একটি নিরাপদ, বাসযোগ্য নগর হিসেবে পরিচিত হয়ে উঠবে। মানুষ শান্তিতে বসবাস করতে পারবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত রেঞ্জ ডিআইজি ড. আক্কাস উদ্দিন ভুইয়া, রেঞ্জ অফিসের পুলিশ সুপার সৈয়দ হারুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার ফজলে রাব্বি, অতিরিক্ত পুলিশ সুপার আবু রায়হান, হাফিজুল ইসলাম, মো. আলাউদ্দিন, কোতোয়ালী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার, ডিবির ওসি শাহ কামাল আকন্দ, ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) সৈয়দ মাহবুবুর রহমানসহ অন্যান্য পুলিশ কমকর্তাগণ।


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :