2024-05-05 12:20:47 pm

বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষে আলিফ ম্যানুফ্যাকচারিং

www.focusbd24.com

বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষে আলিফ ম্যানুফ্যাকচারিং

১৮ জুন ২০২১, ২৩:০০ মিঃ

বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষে আলিফ ম্যানুফ্যাকচারিং

গত সপ্তাহে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষ স্থানটি দখল করেছে আলিফ ম্যানুফ্যাকচারিং। বিনিয়োগকারীরা কোম্পানিটির শেয়ার কিনতে আগ্রহী না হওয়ায় সপ্তাহজুড়েই দাম কমেছে। এতে গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম কমার শীর্ষ স্থানটি দখল করেছে প্রতিষ্ঠানটি।

সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দাম কমেছে ১০ দশমিক ৮৩ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম কমেছে ১ টাকা ৩০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির শেয়ার দাম দাঁড়িয়েছে ১০ টাকা ৭০ পয়সা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ছিল ১২ টাকা।

১৯৯৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটি সর্বশেষ ২০১৯ সালে বিনিয়োগকারীদের ২ শতাংশ নগদ ও ৮ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছে। তার আগে ২০১৮ সালে ১০ শতাংশ বোনাস শেয়ার, ২০১৭ সালে ১১ শতাংশ নগদ, ২০১৬ সালে ১৩ শতাংশ বোনাস শেয়ার এবং ২০১৪ সালে সাড়ে ১২ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেয় কোম্পানিটি।

এদিকে দাম কমে যাওয়ার বিনিয়োগকারীদের একটি অংশ কোম্পানিটির শেয়ার বিক্রি করে দিয়েছেন। এত গত সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫৯ কোটি ২৮ লাখ ৮ হাজার টাকা। এতে প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ১১ কোটি ৮৫ লাখ ৬১ হাজার টাকা।

আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের পরই গত সপ্তাহে দাম কমার তালিকায় ছিল সোনার বাংলা ইন্স্যুরেন্স। সপ্তাহজুড়ে এই প্রতিষ্ঠানটির শেয়ার দাম কমেছে ১০ দশমিক ৩১ শতাংশ। ৯ দশমিক ৯৫ শতাংশ দাম কমার মাধ্যমে পরের স্থানে রয়েছে মোজাফ্ফর হোসেন স্পিনিং মিলস।

এছাড়া গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা- আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৯ দশমিক ৬৬ শতাংশ, মুন্নু অ্যাগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারির ৯ দশমিক ৫৭ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিকের ৯ দশমিক ৫২ শতাংশ, সোনালী পেপারের ৯ দশমিক ৫১ শতাংশ, সমতা লেদারের ৯ দশমিক ৪০ শতংশ, সিভিও পেট্রোকেমিক্যালের ৯ দশমিক ৩৮ শতাংশ এবং মুন্নু সিরামিকের ৯ দশমিক ৩৬ শতাংশ দাম কমেছে।


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :