![]() |
১৪ জুন ২০২৫, ১৮:২৬ মিঃ
আলোচিত জুলাই সনদ ঘোষণার জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার আলোচনায় বসতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। এ আলোচনাটি অনুষ্ঠিত হবে আগামী ১৭ জুন, ফরেন সার্ভিস একাডেমিতে।
এটি কমিশনের দ্বিতীয় অধিবেশনের শেষ বৈঠক বলে জানা গেছে। সূত্র জানিয়েছে, এ বৈঠকে আলোচিত ‘জুলাই ঐক্য ঘোষণাপত্র’ নিয়ে চূড়ান্ত আলোচনা হবে। আলোচনায় রাজনৈতিক দলগুলো কোন বিষয়ে একমত, কোন বিষয়ে একমত না বা আংশিক একমত—তা চূড়ান্ত করা হবে। এরপর রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে চূড়ান্ত ঘোষণাপত্র প্রকাশ করা হবে।
এ বিষয়ে কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার গণমাধ্যমকে বলেন, ‘ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকটি অনুষ্ঠিত হবে। বৈঠকে জুলাই সনদ বা জাতীয় সনদ নিয়ে আলোচনা হবে। আমাদের কাজ একটা ঐকমত্যে পৌঁছানো।’
তিনি জানান, প্রায় ৩০টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হবে এবং যত দ্রুত সম্ভব আলোচনার প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা রয়েছে।
উপদেষ্টা সম্পাদক: দীপক মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান
সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০
ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :