2024-04-28 10:20:50 am

রিমান্ড শেষে জেএমবির চার সদস্য কারাগারে

www.focusbd24.com

রিমান্ড শেষে জেএমবির চার সদস্য কারাগারে

০৮ সেপ্টেম্বার ২০২১, ২৩:১৪ মিঃ

রিমান্ড শেষে জেএমবির চার সদস্য কারাগারে

ময়মনসিংহে র‌্যাবের হাতে গ্রেফতার জেএমবির চার সদস্যকে দুইদিন করে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

জেএমবির চার সদস্য হলেন- ময়মনসিংহের জুলহাস উদ্দিন কাদেরী ওরফে মেহেদী (৩৪), মো. আলাল ওরফে ইসহাক (৪৮), ব্রাহ্মণবাড়িয়ার মোহাম্মদ রোবায়েদ আলম এবং রংপুরের মো. আবু আইয়ুব ওরফে খালিদ (৩৬)।

বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল হাই চার জেএমবি সদস্যকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করে কোর্ট ইন্সপেক্টর প্রসুন কান্তি দাস বলেন, চার জেএমএবি সদস্যের দুই দিন করে রিমান্ড শেষে আদালতে তোলা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে রোববার (৫ আগস্ট) চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আব্দুল হাই তাদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গিদের তৎপরতা ও অবস্থানের কথা জানতে পেরে শনিবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে র‍্যাব-১৪ এর একটি দল খাগডহর এলাকায় অভিযান পরিচালনা করে। র‍্যাবের উপস্থিতি বুঝতে পেরে জঙ্গিরা গুলি ছুড়লে র‍্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে। কিছুক্ষণ গুলি বিনিময়ের পর ঘটনাস্থল থেকে চার জঙ্গিকে আটক করা হয়।

তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, তিন রাউন্ড গুলি, আটটি বোমা সাদৃশ্য বস্তু, চারটি ব্যাগ, দরজা ও লক ব্রেকিংসহ বিভিন্ন সরঞ্জামাদি এবং একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়।

ওইদিন রাতে র‌্যাব-১৪ এর সুবেদার মো. আনোয়ার হোসেন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন।


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :