2025-07-09 10:36:38 pm

এবার ভারতে হেলিকপ্টার দুর্ঘটনা, নিহত ৭

www.jagrotabangla.com

এবার ভারতে হেলিকপ্টার দুর্ঘটনা, নিহত ৭

১৫ জুন ২০২৫, ১৩:৩০ মিঃ

এবার ভারতে হেলিকপ্টার দুর্ঘটনা, নিহত ৭

উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দির থেকে গুপ্তকাশি যাওয়ার পথে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে। রবিবার ভোরে আরিয়ান এভিয়েশনের এই হেলিকপ্টারটি গৌরীকুণ্ড এবং সোনপ্রয়াগের মাঝামাঝি এলাকায় বিধ্বস্ত হয়। নিহতদের মধ্যে ছয়জন তীর্থযাত্রী এবং একজন পাইলট রয়েছেন।

উত্তরাখণ্ডের অসামরিক বিমান পরিবহণ উন্নয়ন কর্তৃপক্ষ (UCADA) এক বিবৃতিতে জানায়, কেদারনাথ ধাম থেকে গুপ্তকাশী যাওয়ার সময় রবিবার সকাল ৫টা ২০ মিনিটের দিকে হেলিকপ্টারটি দুর্ঘটনায় পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খারাপ আবহাওয়া ও ঘন কুয়াশার কারণে পাইলট নিয়ন্ত্রণ হারান।

হেলিকপ্টারটিতে মোট সাতজন আরোহী ছিলেন—ছয়জন তীর্থযাত্রী (পাঁচজন প্রাপ্তবয়স্ক এবং একজন শিশু) এবং পাইলট। নিহত যাত্রীদের বাড়ি উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও গুজরাটে।

কেদারনাথ থেকে গুপ্তকাশী পর্যন্ত যাত্রী পরিবহণের অন্যতম প্রধান মাধ্যম হেলিকপ্টার। তীর্থযাত্রায় যানবাহনের অসুবিধা এবং পথের দুরূহতার কারণে অনেক পুণ্যার্থী হেলিকপ্টার ব্যবহার করেন। দুর্ঘটনার সময়ও কেদার থেকে পুণ্যার্থীদের নিয়েই ফিরছিল কপ্টারটি।

দুর্ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। স্থানীয় প্রশাসন জানিয়েছে, সকাল থেকেই ওই অঞ্চলে আবহাওয়া খারাপ ছিল। ছিল ঘন কুয়াশা ও কম দৃশ্যমানতা। উদ্ধার কাজ চলছে এবং ধ্বংসাবশেষ সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে বিধ্বস্ত হেলিকপ্টারের ছবি ও ভিডিও। তাতে দেখা যায়, কপ্টারের লেজের অংশ ভেঙে গেছে, আর মাথার ঘূর্ণায়মান ব্লেড বিধ্বস্ত অবস্থায় রয়ে গেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।


উপদেষ্টা সম্পাদক: দীপক মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান


সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :