2024-05-06 02:19:52 am

ত্রিশালে প্রাইভেটকার চাপায় ভ্যানচালকসহ নিহত ২

www.focusbd24.com

ত্রিশালে প্রাইভেটকার চাপায় ভ্যানচালকসহ নিহত ২

২২ সেপ্টেম্বার ২০২১, ২১:৩৫ মিঃ

ত্রিশালে প্রাইভেটকার চাপায় ভ্যানচালকসহ নিহত ২

ময়মনসিংহের ত্রিশালে প্রাইভেটকার চাপায় অটোভ্যানের চালকসহ দুইজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দিনগত রাতে বৈলর-কালীবাজার সড়কের ব্র্যাক অফিসের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-উপজেলার কাঠাল ইউনিয়নের বনগ্রামের মৃত বক্স শেখের ছেলে কাঁচামাল ব্যবসায়ী আতিকুল ইসলাম (৫০) এবং একই ইউনিয়নের সিংরাইল গ্রামের মৃত আব্দুল গণির ছেলে অটোভ্যান চালক সৈয়দ আলী (৪৮)।

পুলিশ জানায়, রাতে ভ্যানগাড়িটি বৈলর আসার সময় উল্টোপথে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান অটো ভ্যানের চালক সৈয়দ আলী। আশঙ্কাজনক অবস্থায় অটোভ্যানের যাত্রী আতিকুলকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ত্রিশাল থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন জানান, এ ঘটনায় প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। প্রাইভেটকারের চালককে গ্রেফতারে অভিযান চলছে। এছাড়া পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতদের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :