, ২৩ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি কৌশল প্রণয়নের আহ্বান টিআইবির

  অনলাইন ডেস্ক

  প্রকাশ : 

স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি কৌশল প্রণয়নের  আহ্বান টিআইবির
ফাইল ছবি

করোনা ভাইরাস মোকাবেলায় স্বল্পমধ্যম ও দীর্ঘমেয়াদি জাতীয় কৌশল প্রণয়নজিডিপির অন্তত ১০ শতাংশের সমপরিমাণ বিশেষ তহবিল গঠন এবং এই কৌশল বাস্তবায়ন ও তহবিল ব্যবহারে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংস্থাটি এ কথা বলেছে

জাতির উদ্দেশ্যে ২৫ মার্চ দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিকে জাতীয় দুর্যোগ হিসেবে আখ্যায়িত করে সম্মিলিতভাবে এই চ্যালেঞ্জ মোকাবেলার যে ডাক দিয়েছেনতার প্রতি একাত্মতা জানিয়ে টিআইবির নির্বাহী পরিচালক ডইফতেখারুজ্জামান বলেনহোম-কোয়ারেন্টিনে দেশবাসীকে পাঠিয়ে নিতান্তই অপ্রতুল ও বিক্ষিপ্ত কিছু প্রতিরোধমূলক কার্যক্রমের ওপর নির্ভর করে হাত গুটিয়ে বসে থাকার সময় নেই এখনই সংশ্লিষ্ট দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সম্পৃক্ত করে একটি সমন্বিত স্বল্পমধ্যম ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা সম্বলিত জাতীয় কৌশল চূড়ান্ত করতে হবে করোনা ভাইরাসের সংক্রমণ চিহ্নিত করা ও চিকিত্সার সক্ষমতা বাড়াতে হবে এবং সারাদেশে ছড়িয়ে দিতে হবে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে ও তাদের অমূল্য অবদানের উপযুক্ত সম্মান দিতে হবে

রপ্তানি সংশ্লিষ্টখাতের শ্রমিক ও হতদরিদ্র জনগোষ্ঠীর জন্য যে উদ্যোগ প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন তাকে সাধুবাদ জানিয়ে টিআইবির নির্বাহী পরিচালক বলেনকীভাবে এর বাস্তবায়ন হবেবরাদ্দকৃত অর্থ কোন প্রক্রিয়ায় শ্রমিকদের হাতে যাবে এবং এক্ষেত্রে কীভাবে স্বচ্ছতা নিশ্চিত করা হবেতার সুনির্দিষ্ট প্রক্রিয়া এখনই নির্ধারণ করতে হবে এই সহায়তার আওতা দেশের হতদরিদ্রদের জন্য সমভাবে সম্প্রসারিত করতে হবে

  • সর্বশেষ - করোনা আপডেট