, ২৩ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

ইতিহাস গড়া গোল করে কেন লাল কার্ড দেখলেন আবুবাকার?

  স্পোর্টস

  প্রকাশ : 

ইতিহাস গড়া গোল করে কেন লাল কার্ড দেখলেন আবুবাকার?

দীর্ঘ প্রায় দুই দশক পর সাম্বা ছন্দের ব্রাজিলকে ফের দেখা যাচ্ছে কাতার বিশ্বকাপে। প্রথম দুই ম্যাচে সার্বিয়া ও সুইজারল্যান্ডকে দুর্দান্ত ফুটবল খেলেই পরাজিত করে সিলেকাওরা। তবে গতকাল দলে পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে ফ্রান্সের ভাগ্যই বরণ করে ব্রাজিল। ক্যামেরুনের কাছে হেরে যায় ১-০ গোলে। গোলটা করেন আবুবাকার। বিশ্বকাপে প্রথমবারের মতো ব্রাজিলকে হারাল ক্যামেরুন।

ইতিহাস গড়া গোল করে আনন্দের বাঁধ ভেঙে যায় আবুবাকারের। জার্সি খুলে সবার সাথে উদযাপন করেন তিনি। নিয়ম অনুযায়ী, জার্সি খোলার শাস্তি হিসেবে হলুদ কার্ড দেখানো হয়। আবু বকর সেটি তো দেখলেনই, সাথে তাকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দিলেন রেফারি!

তবে জার্সি খোলার শাস্তি হিসেবে লাল কার্ড দেখেননি আবু বকর, এই হলুদ কার্ড দেখার আগেই যে ব্রাজিলের মার্টিনেল্লিকে ফাউল করে প্রথম হলুদ কার্ড দেখেছিলেন তিনি।

জার্সি খোলার পর দেখা হলুদ কার্ডটি ছিল ম্যাচে তার দ্বিতীয়। আর দুই হলুদ কার্ডে যে লাল হয় সেটি সবারই জানা। 

তবে যে কীর্তি গড়েছেন তাতে এসবের থোড়াই কেয়ার করবেন আবুবাকার। লাল কার্ড দেখানোর সময় রেফারির সঙ্গে তার হাত মেলানো আর মুখের চওড়া হাসিটাই বলে দিচ্ছিল, ইতিহাসের পাতায় নিজের নাম আজীবনের জন্য লিখিয়ে নেওয়ার তৃপ্তি উপভোগ করতে শুরু করেছেন আবুবাকার।

  • সর্বশেষ - খেলাধুলা