, ১৪ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

করোনা আক্রান্ত পুলিশ সদস্য রাজারবাগ থেকে পালিয়ে উল্লাপাড়ায়

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

করোনা আক্রান্ত পুলিশ সদস্য রাজারবাগ থেকে পালিয়ে উল্লাপাড়ায়
ফাইল ছবি

করোনা আক্রান্ত এক পুলিশ সদস্য রাজারবাগ পুলিশ লাইস্ হাসপাতাল থেকে পালিয়ে এখন উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। তাকে হাসপাতাল আইসোলেশনের একটি কক্ষে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই পুলিশ সদস্যের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা জগজীবনপুর গ্রামে। পুলিশ সদস্যের বাড়ি লকডাউন করে লাল পতাকা তুলে দিয়েছে স্থানীয় প্রশাসন।

উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন জানান, করোনা আক্রা ওই পুলিশ সদস্য ঢাকার উত্তরায় আর্মড পুলিশ ব্যাটেলিয়ানে কর্মরত। ২দিন আগে তিনি করোনা রোগে আক্রান্ত হওয়ার পর রাজারবাগ পুলিশ লাইস্ হাসপাতালে ভর্তি হন।

বৃহস্পতিবার রাতে তিনি হাসপাতাল থেকে পালিয়ে উল্লাপাড়ায় তার গ্রামের বাড়িতে আসেন। সঙ্গে সঙ্গে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা তাকে বাড়ি হতে বের করে দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপে­ক্সে পাঠিয়ে দেয়। শুক্রবার ভোরে এই স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করা হয়।

  • সর্বশেষ - করোনা আপডেট