, ২৩ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

পাকিস্তানের প্রথম ক্রিকেটার হিসেবে মাতৃত্বকালীন ছুটি পেলেন অধিনায়ক বিসমাহ

  স্পোর্টস ডেস্ক

  প্রকাশ : 

পাকিস্তানের প্রথম ক্রিকেটার হিসেবে মাতৃত্বকালীন ছুটি পেলেন অধিনায়ক বিসমাহ

এবার প্রথমবারের মতো পাকিস্তানের মাতৃত্বকালীন ছুটিতে যাচ্ছেন জাতীয় নারী দলের অধিনায়ক বিসমাহ মারুফ। নারী ক্রিকেটারদের জন্য সম্প্রতি এই সুবিধা যুক্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এদিকে দেশটির কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের জন্য প্রথমবারের মতো চালু হয়েছে মাতৃত্বকালীন ছুটি। মাতৃত্বকালীন ছুটিতে থাকা অবস্থায় বিসমাহ প্রতিমাসের বেতন নিয়মিত পাবেন। এছাড়া চুক্তিতে থাকা সব স্বাস্থ্যসেবাও তিনি পাবেন। কারণ পিসিবির কেন্দ্রীয় চুক্তির ‘এ’ ক্যাটাগরিতে আছেন তিনি।

টুইট বার্তায় বিসমাহ লেখেন, “ আমি আনন্দিত হয়ে ঘোষণা করছি যে, আমি মাতৃত্বের কারণে আমার জীবনের একটি নতুন অধ্যায় প্রবেশ করছি। যার কারণে আমি ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতি নিচ্ছি। এছাড়া পাকিস্তান মহিলা দলকে সবসময়ই শুভকামনা রইলো। এবং সবাইকে প্রার্থনা এবং সমর্থনের জন্য অনুরোধ রইলো। ধন্যবাদ।”

এদিকে ২৯ বছর বয়সী বিসমাহ মারুফ দ্বিতীয় সর্বোচ্চ ১০৮টি ওয়ানডে খেলেছেন তিনি। যেখানে রান করেছেন ২ হাজার ৬০২। আর টি-টোয়েন্টি ১০৮ ম্যাচে করেছেন ২২২৫ রান; যা পাকিস্তানে সর্বোচ্চ।

  • সর্বশেষ - খেলাধুলা