9 July 2025, 08:06:23 PM, অনলাইন সংস্করণ

সাবেক এমপি সরওয়ার জাহান গ্রেফতার

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৭ জুন ২০২৫, ০৬:২৩ অপরাহ্ণ

সাবেক এমপি সরওয়ার জাহান গ্রেফতার
16px

রাজধানী থেকে কুষ্টিয়া-১ আসনের সাবেক এমপি আ ক ম সরওয়ার জাহানকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাজধানীর ‎মোহাম্মদপুরের বসিলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার মোহাম্মদপুরের বসিলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, গ্রেফতার সরওয়ার জাহান কুষ্টিয়া-১ আসন থেকে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। সাবেক এ সংসদ সদস্য ও তার স্ত্রী মাহমুদা সিদ্দিকার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিলেন আদালত।

  • সর্বশেষ - আলোচিত খবর