৮ লাখ ৮২ হাজার বেতনে চাকরি, সঙ্গে আছে আরও সুবিধা
প্রকাশ :
যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা আইপাস সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশে কর্মী নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: সোশ্যাল বিহেভিয়রাল চেঞ্জ কমিউনিকেশন অ্যাসোসিয়েট। পদের
সংখ্যা: ১। আবেদন যোগ্যতা: কমিউনিকেশন, বিহেভিয়রাল সায়েন্স, নৃবিজ্ঞান,
সমাজবিজ্ঞান বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
এসবিসি প্রোগ্রাম ডিজাইন, বাস্তবায়ন ও পর্যবেক্ষণকাজে ৫ বছরের বেশি সময় কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পাবলিক হেলথ কমিউনিকেশন, এডুকেশন বা এসবিসি প্রোগ্রামে ৩ বছরের বেশি সময় চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে। চূড়ান্ত নিয়োগের পর কক্সবাজারে কাজের আগ্রহ থাকতে হবে।
বেতন ও সুযোগ সুবিধা : বছরে ৮ লাখ ৮২ হাজার ৯১২ টাকা। উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, কর্মীর স্বামী/স্ত্রীসহ স্বাস্থ্যসুবিধা, জীবনবিমাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।
আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।
আবেদনের শেষ সময়: ১৫ জানুয়ারি ২০২৩।