, ২১ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

ভারতকে বিশ্বকাপ জেতানো জোগিন্দর করোনা যুদ্ধের নায়ক

  অনলাইন ডেস্ক

  প্রকাশ : 

ভারতকে বিশ্বকাপ জেতানো জোগিন্দর করোনা যুদ্ধের নায়ক
ফাইল ছবি

জোগিন্দর শর্মার হাত ধরেই ২০০৭ সালে বিশ্ব টি-টোয়েন্টির প্রথম আসরে শিরোপা জিতেছিল ভারত। ফাইনাল ম্যাচে ভারতের বিপক্ষে ছিল পাকিস্তান। ম্যাচের শেষ ওভারে মাত্র ৬ রান খরচ করে, দলকে এনে দিয়েছিলেন ৫ রানের জয় এবং বিশ্বকাপ শিরোপা।

সেই জোগিন্দর এখন কর্মরত আছেন হরিয়ানা পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট হিসেবে। সাধারণ মানুষকে মহামারী করোনাভাইরাসের ব্যাপারে সচেতন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন রাত-দিন। এছাড়া দিচ্ছেন যেকোনো জরুরি সেবা।

এমন মহৎ কাজে বাহবা দিয়েছে আইসিসি। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে জোগিন্দরকে অভিহিত লেখা হয়েছে, ‘২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের নায়ক, ২০২০ সালে বাস্তব জীবনের নায়ক। ক্রিকেট ক্যারিয়ার শেষে পুলিশ হিসেবে বিশ্বব্যাপী স্বাস্থ্য সংকটের মুহূর্তে লড়ে যাচ্ছেন ভারতের জোগিন্দর শর্মা।’

জোগিন্দর টুইটারে লিখেছিলেন, ‘করোনাভাইরাসের একমাত্র ওষুধ হচ্ছে প্রতিরোধ। তাই সবাই ঐক্যবদ্ধ হয়ে এই মহামারী পরিস্থিতির বিরুদ্ধে লড়তে হবে। দয়া করে আমাদের কাজে সহযোগিতা করুন।’

  • সর্বশেষ - খেলাধুলা