, ২০ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

ভুট্টো উঠতেই অচল হোটেল ইন্টারকন্টিনেন্টালের লিফট

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

ভুট্টো উঠতেই অচল হোটেল ইন্টারকন্টিনেন্টালের লিফট

১৯৭১ সালের ২১ মার্চ কড়া নিরাপত্তার মধ্যে পিপলস পার্টির প্রধান জুলফিকার আলী ভুট্টো ঢাকায় আসেন। নির্বাচনের পর এটা ছিল ভুট্টোর দ্বিতীয় সফর।


সে সময় ভুট্টোর সঙ্গে ছিলেন দলের সেক্রেটারি জেনারেল জে. এ রহিম মিয়া, মাহমুদ আলী কাসুরী, গোলাম মোস্তফা জাতো, মমতাজ আলী ভুট্টোসহ মোট ১২ জন উপদেষ্টা।


কিন্তু বিমানবন্দর এবং হোটেল ইন্টারকন্টিনেন্টালে তারা অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েন। সেই পরিস্থিতি নিয়ে দৈনিক আজাদ রিপোর্ট করে ‘এমনকি হোটেলের লিফটও তাকে বহনে রাজি হয়নি। ভুট্টো লিফটে উঠতে গেলে হঠাৎ সেটি অচল হয়ে পড়ে।’


অনির্ধারিত এক বৈঠকে বসেন প্রেসিডেন্ট ইয়াহিয়া ও বঙ্গবন্ধু। বৈঠকে বঙ্গবন্ধুর সঙ্গে উপস্থিত ছিলেন তাজউদ্দীন আহমদ।


এদিন শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিলকারীরা বঙ্গবন্ধুর বাসভবনের সামনে সমবেত হন। তাদের উদ্দেশ্যে বঙ্গবন্ধু ঘোষণা করেন, ‘আন্দোলন শিথিল হবে না’।


স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ এক বিবৃতিতে ২৩ মার্চ সারাদেশে প্রতিরোধ দিবস পালনের আহ্বান জানায়।

  • সর্বশেষ - একাত্তরের এই দিনে