পরিষ্কার পানি সরবরাহ নিশ্চিতে ঢাকা ওয়াসাকে নির্দেশ
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ০৫:৪০ অপরাহ্ণ

পোকাযুক্ত ময়লা পানির পরিবর্তে অবিলম্বে পরিষ্কার পানি সরবরাহ নিশ্চিতে ঢাকা ওয়াসাকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে দূষিত পানির বিষয়ে দুই মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
সোমবার (২৩ জুন) বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। সুপ্রিম কোর্টের এক আইনজীবীর করা রিটের প্রাথমিক শুনানি শেষে এ আদেশ আসে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী মো. সালেকুজ্জামান সাগর। তিনি আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মহাদ্দেস-উল-ইসলাম ও মাহফুজ বিন ইউসুফ।
এলজিআরডি সচিব, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, উপ ব্যবস্থা্পনা পরিচালক (পরিচালন ও রক্ষণাবেক্ষণ), সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে রুলের জবাব দিতে বলা হয়েছে। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনযুক্ত করে গতমাসে আইনজীবী মো. সালেকুজ্জামান সাগর রিট করেন।