9 July 2025, 08:15:18 PM, অনলাইন সংস্করণ

শুক্র ও শনিবার খোলা থাকবে দক্ষিণ সিটি

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৪ জুন ২০২৫, ০৫:৩৮ অপরাহ্ণ

শুক্র ও শনিবার খোলা থাকবে দক্ষিণ সিটি
16px

করদাতাদের সুবিধার্থে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনসহ সব পর্যায়ের অফিস ২৭ জুন (শুক্রবার) ও ২৮ জুন (শনিবার) খোলা থাকবে এবং ওই দুই দিনও যথারীতি সকল নাগরিককে সেবা প্রদান করা হবে। সোমবার (২৩ জুন) এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএসসিসি। বিজ্ঞপ্তিতে করদাতা ও দোকান মালিকদের এই সুযোগ গ্রহণের আহ্বান জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলায় হয়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) পৌরকর ও দোকান ভাড়া পরিশোধে বিশেষ সুযোগ ঘোষণা করা করেছে। যারা এখনো কর বা দোকান ভাড়া পরিশোধ করেননি, তারা ১৫% সারচার্জ (জরিমানা) ছাড়া আগামী ৩০ জুনের মধ্যে পরিশোধ করতে পারবেন। রাজস্ব পরিশোধ সংক্রান্ত যেকোনো বিষয়ে সহায়তার জন্য উপকর কর্মকর্তা সৈয়দ তানভীন হাসান (০১৮৩০৫৬২৩১৫) এর সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

  • সর্বশেষ - সারাদেশ