9 July 2025, 06:25:38 PM, অনলাইন সংস্করণ

রাজধানীর ফার্মগেট ও মহাখালীতে ককটেল বিস্ফোরণ, আহত ৪

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ০২:২২ অপরাহ্ণ

রাজধানীর ফার্মগেট ও মহাখালীতে ককটেল বিস্ফোরণ, আহত ৪
16px

রাজধানীর ফার্মগেট এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হামলায় ৪ জন আহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এছাড়া মহাখালীতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রবিবার (৬ জুলাই) রাত ১২টার দিকে ফার্মগেটে ককটেল বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানীর ফার্মগেটের ফুটওভার ব্রিজের নিচে একটি ককটেল বিস্ফোরণ হয়েছে। এতে আহত হয়েছেন কয়েকজন। এছাড়া মহাখালী এসকেএসের সামনে আরেকটি ককটেল বিস্ফোরণের তথ্য পাওয়া গেছে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন জানান, ককটেলের আওয়াজ পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। কে বা কারা করেছে এখনও জানা যায়নি। হয়তো চলন্ত কোনও যানবাহন থেকে ককটেলটি রাস্তায় ফেলা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

  • সর্বশেষ - মহানগর